নীল বণিক :
তপনের ফাঁদে পা দিল রাজ্য সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক হিন্দু সংহতির এক নেতা জানিয়েছেন, সংগঠনকে প্রচারে আনতে মরিয়া ছিল হিন্দু সংহতির উপদেষ্টা তপন ঘোষ। একেবারে নির্দিষ্ট পরিকল্পনা মাফিক কলকাতার রাজপথে ধর্মান্তর কর্মসূচি নেওয়া হয়। যাতে হিন্দু সংহতিকে প্রচারের আলোয় নিয়ে আসা যায়। তাঁরই প্ল্যান মতো ১৪ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেফতার হতেই প্রচার মাধ্যমের সৌজন্যে তপন ঘোষের নামটি খবরের শিরনামে চলে আসে। প্রতিদিন সংবাদ মাধ্যমে হিন্দু সংহতির নামটি জায়গাও করে নিয়েছে। তপন ঘোষ জামিন পেলেই হিন্দু সংহতি আরও আক্রমণাত্মক হয়ে উঠবে বলে জানিয়েছেন হিন্দু সংহতিরই এক নেতা। কলকাতা তো বটেই গ্রাম বাংলাতেও হিন্দুত্ব ইস্যুতে ঝড় তোলা হবে বলে জানান তিনি। সংগঠনকে মজবুত করতে গ্রাম বাংলায় সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষে নামবে হিন্দু সংহতি কমিটি। সংগঠনে যুব সমাজকে টানতে একগুচ্ছ কর্মসূচি নেবেন হিন্দু সংহতির নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan