নিজস্ব সংবাদদাতা :
দেবীমূর্তিকে সালোয়ার কামিজ পরানোর ‘অপরাধে’ বরখাস্ত হলেন দুই পুরোহিত। ঘটনাটি তামিলনাডুর নাগাপাট্টিনামের। তিরুববাদুথুরাই অধীনম মঠের আরাধ্যা অবয়ম্বিগাই দেবীকে প্রতি শুক্রবার পূজার আগে নতুন কাপড় পরানোর প্রথা রয়েছে। গত শুক্রবার দুই পুরোহিত শাড়ির বদলে গোলাপি ও নীল সালোয়ার কামিজ পরান। ব্যস আর কি! যদিও সালোয়ার কামিজ পুরোদস্তুর ভারতীয় পোশাক। এবং উত্তর ভারতের বেশিরভাগ মহিলাই এই পোশাকে অভ্যস্ত। কিন্তু যে দেশে বাড়িতে মেয়ে-বউ কি পরবেন তার ফতোয়া জারি করেন পুরুষেরা, সে দেশে দেবীমূর্তির ‘ড্রেসকোড’ পরিবর্তন যে ভাল ভাবে গ্রহণযোগ্য হবে তা ভাবাই হাস্যকর! আর হলও তাই। ভক্ত থেকে মঠের আচার্য্য- হট্টগোল শুরু করলেন সকলেই। সোশাল মিডিয়ায় ছি!-ছি! শুরু হল। এই মহার্ঘ্য অপরাধের জন্য দুই পুরোহিতকে অবিলম্বে বরখাস্ত করলেন পরমাচার্য্য স্বামীঙ্গল। দেবীমূর্তিকে ফের শাড়িতে ঢেকে ‘পাপস্খলন’ করলেন তাঁরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan