মধুমন্তী :
আবার গ্রেফতার হতেও পারেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অন্তত এমন সম্ভাবনার কথা বলছে আইনজীবীদের একাংশ।
ওডিশা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হওয়ার পর রবিবার ভুবনেশ্বর থেকে কলকাতা ফিরেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে মঙ্গলবার সুদীপের এই জামিনের বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। এ বিষয়ে আইনজীবী পার্থপ্রতিম কাঞ্জিলাল জানালেন,“ জামিন পাওয়ার অধিকার এবং সংশ্লিষ্ট দফতরে জামিনের বিরোধিতা করার অধিকার সাংবিধানিক অধিকারের আওতার মধ্যে পড়ে। তবে জামিনের বিরোধিতা করতে গেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে।” যে-পক্ষ জামিনের বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে যাবে তাঁরা কোন কোন যুক্তি দেখিয়ে জামিনের বিরোধিতা করবে? পার্থবাবুর কথায়, জামিন পাওয়ার পর অভিযুক্ত সাক্ষীদের ওপর প্রভাববিস্তার করতে পারবেন কিনা এবং সিবিআই-এর কাজে বাধার সৃষ্টি করবে কিনা। এক্ষেত্রে ওডিশা হাইকোর্টের রায়কে কার্যত চ্যালেঞ্জ করবে সুপ্রিম কোর্ট। সেক্ষত্রে অভিযুক্তকে চার্জশিটের পর ১৪০ দিন আটক রাখার বিষয়টিও শীর্ষ আদালতের বিচার্য হবে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের হাতে এখন সুদীপের ভাগ্য।
