প্রসেনজিৎ ধর
অবশেষে রিষড়া বিধান কলেজের ছাত্র পরিষদের জি এস শাহিদ হাসান খানের বিরুদ্ধে মামলা দায়ের করলো রিষড়া থানার পুলিশ। ৩৫৪, ৩২৩ ছাড়াও বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়। গত ৪ জানুয়ারি কলেজের ছাত্র সংসদ রুমে দলেরই আরেক পদাধিকারি সদস্যা কে মারধর করে শাহিদ। উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের ছেলে শাহিদের এই আচরণে কলেজের টিচার ইনচার্জ রমেশ কর হতভম্ব। বৃহস্পতিবার, বিষয়টি জানেন না বলে দাবি করলেও এদিন ঘটনার তদন্তে ৫ জনের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান রমেশ। এই কমিটি রিপোর্ট দিলে কলেজ যথাযথ ব্যাবস্থা নেবে বলে জানান তিনি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসেবে পরিচিত জাহিদ হাসানের ছেলে শাহিদের ঔদ্ধত্ব বাবার পদের দৌলতেই বলে জানা গিয়েছে। তৃণমূলের জেলা কার্যকারী সভাপতি প্রবীর ঘোষাল ঘটনার নিন্দা করে বলেন,আমরা তদন্ত করে দেখছি, প্রশাসন প্রশাসনের মতো কাজ করে উপযুক্ত ব্যবস্থা নেবে।
বাবা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাই কী পুত্রের এত দুঃসাহস! এই প্রশ্ন উঠেছে জেলা তৃণমূলেরই একাংশে। দিনে-দুপুরে, কলেজের সিসিটিভির সামনে কলেজেরই এক ছাত্রীর গায়ে কী ভাবে হাত তুলল শাহিদ! কলেজে ও জেলার রাজনৈতিক মহলে এই প্রশ্ন এখন সবার। শাহিদের বাবা জাহিদ খানের কল্যাণ ঘনিষ্ঠতার কারণেই শাহিদ এমন বেপরোয়া হতে পেরেছে বলেই অভিমত জেলার রাজনৈতিক মহলের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ-
https://channelhindustan.com/2018/01/college-student-haresh-by-gs/