Home / TRENDING / মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগে বাড়তি গুরুত্ব, রাজ্যগুলিকে কড়া নির্দেশিকা কেন্দ্রের

মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগে বাড়তি গুরুত্ব, রাজ্যগুলিকে কড়া নির্দেশিকা কেন্দ্রের

ওয়েব ডেস্ক:

নির্ভয়া কান্ডের পর মহিলাদের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিতে ‘নির্ভয়া’ তহবিল গড়েছিল কেন্দ্র। যে তহবিলের টাকা দেশের আর পাঁচটা রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আসে। যদিও তা উপযুক্ত খাতে আদৌ খরচ হয়নি। এমনকী কোথায় সেই কোটি কোটি টাকা তাও জানাতে পারেনি নবান্নের আধিকারিকেরা। এদিকে নতুন করে দেশজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসার পর মহিলাদের উপর হওয়া অপরাধকে বাড়তি গুরুত্ব দিতে প্রত্যেক রাজ্যকে বিশেষ নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এই নির্দেশিকায় বলা হয়েছে মহিলাদের ওপর যৌন নির্যাতন রুখতে বাড়তি গুরুত্ব দিয়ে তা বিচার করতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে। অ্যাডভাইসরিতে আরও বলা হয়েছে, মহিলাদের বিরুদ্ধে নির্যাতনের কোন অভিযোগ সামনে এলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কোনও পুলিশকর্মী যদি কর্তব্যে গাফিলতি করে তাহলে তা যেন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গন্য হয়। এছাড়াও যৌন নির্যাতন রুখতে তৈরি বিশেষ পোর্টালটি ব্যবহার করার জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেছে কেন্দ্র। এমনকী আগামী দু’মাসের মধ্যে রাজ্যগুলিকে সমস্ত অপরাধের নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এইসঙ্গে প্রত্যেক ক্ষেত্রে অপরাধের বিবরণ কেন্দ্রীয় সরকারের পোর্টালে লিপিবদ্ধ করতেও বলা হয়েছে। এই ধরনের অপরাধের ক্ষেত্রে ফরেনসিক পরীক্ষা গুরুত্বপূর্ণ, সেই কারণে ফরেনসিক বিভাগকে আধুনিক করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এছাড়াও প্রয়োজন হলে রাজ্যগুলি কেন্দ্রের তৈরি যৌন নির্যাতনের অপরাধের ডেটাবেস ব্যবহার করতে পারে বলা জানানো হয়েছে।

স্বরষ্ট্রমন্ত্রকের অ্যাডভাইসারিতে বলা হয়েছে, ১১২ ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম ব্যবহার করবে রাজ্যগুলি।  মোবাইলে এসএমএস, ই-মেইল ইত্যাদি একাধিক মাধ্যমে যাতে পরিষেবা ব্যবহার করা যেতে পারে তার জন্য রাজ্যগুলিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *