Breaking News
Home / TRENDING / জানেন, কবে থেকে শুরু হচ্ছে বাতিল হওয়া ‘গ্রুপ ডি’ চাকরির নিয়োগ প্রক্রিয়া

জানেন, কবে থেকে শুরু হচ্ছে বাতিল হওয়া ‘গ্রুপ ডি’ চাকরির নিয়োগ প্রক্রিয়া

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

ইতিমধ্যেই গ্রুপ ডি-তে বাতিল হওয়া শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে, মোট ৪০ জনকে ডেকে পাঠানো হয়েছে। ওএমআর শিট বিকৃত করার অভিযোগ মামলায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) ‘গ্রুপ ডি’ পদে ১,৯১১ জনের চাকরি বাতিল করা হয়েছে। সেই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

আর সেই মতো, নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করল কমিশন। আগামী ২৭ তারিখ কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে চাকরি প্রার্থীদের। ২ মার্চ থেকে কাউন্সেলিং-এর জন্য হাজির হতে হবে নির্দিষ্ট দফতরে। মূলত ওয়েটিং লিস্ট থেকেই নিয়োগ করার কথা বলা হয়েছিল। এর ফলে অনেক বঞ্চিত প্রার্থী চাকরি পাবেন বলে মনে করা হচ্ছে।

যাদের চাকরি বাতিল হয়েছে, তারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেও চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধুমাত্র বেতন ফেরানোর যে নির্দেশ ছিল সিঙ্গল বেঞ্চের, সেই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি হারানো সেই গ্রুপ ডি কর্মীরা। আগামী ৩ মার্চ তাদের স্পেশাল লিভ পিটিশনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

তবে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, নতুন নিয়োগের ক্ষেত্রে কমিশন তাড়াহুড়ো করতে চায় না। আবারও যাতে কোনও ভুল না হয়ে যায়, সে ব্যাপারেও সতর্ক কমিশন। তাই ধাপে ধাপে এগোবে ১,৯১১ টি পদের নিয়োগ প্রক্রিয়া।

মূলত ওএমআর শিটের নম্বর বিকৃতির অভিযোগেই এই চাকরি বাতিল হয়। হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছিল, ২৮২৩ নাইসার রেকর্ডে ছিল, ৪ জনকে শনাক্ত করা যায়নি। এদের মধ্যে ১,৯১১ জনের নম্বর এসএসসির সার্ভারে বেশি ছিল। এই ১,৯১১ জনের সুপারিশ সঠিক ছিল না আর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *