রোজার মতই মঙ্গলবার সকালেও ব্যস্ত কর্মীরা। প্রিন্ট মেশিনের শব্দে গমগম করছে চারিদিক, তার মধ্যেই বন্দুক হতে দেখা মিলল বাঙালি গোয়েন্দা শেখরের। চার দিকে বড় বড় প্রিন্ট মেশিনের মাঝে লাইট, ক্যামেরা আর শুটিংয়ের দল নিয়ে সংবাদ পত্রের অফিসে হাজির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানা গিয়েছে গোয়েন্দা গল্প শার্লক হোমসের আদলে একটি নতুন সিরিজ তৈরী করছেন সৃজিত। নাম তার শেখর হোমস। এবার এই সিরিজেরই এক অ্যাকশন দৃশ্যের শুটিং সম্পন্ন হল সংবাদ প্রতিদিনের অফিসে। সংবাদ পত্র চাপানোর নানা যন্ত্রাংশের মাঝে রীতিমতো বন্দুক নিয়ে লড়াই করতে দেখা গেল গোয়েন্দা শেখর কে। এই দৃশ্যের শুটিং এক প্রকার ব্যস্ততার সঙ্গেই শেষ করলেন সৃজিত, আর তার পরই ছুটলেন ভারতলক্ষী স্টুডিও তে। জানা গেছে গল্পের বাকি অংশের শুটিং সেখানেই সম্পন্ন হবে ।বেশ কিছু দিন ধরেই এই সিরিজের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তবে শেষমেষ বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা ও বিবিসি – প্রযোজনায় একটি জনপ্রীয় স্ট্রিমিং প্লাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছে বাঙালি গোয়েন্দা শেখর হোমস। অনুমান করা হচ্ছে মুখ্য চরিত্রের জন্য কে কে মেননকে বেছে নিয়েছেন পরিচালক। এছাড়াও সিরিজ দেখা যাবে ,রণবীর শোরে ও রসিকা দুগ্গল কে। তবে এবিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news