Breaking News
Home / TRENDING / নেশার ঘোরে জলে ডুবে মৃত্যু শ্রীদেবীর : ময়না তদন্তে প্রকাশ

নেশার ঘোরে জলে ডুবে মৃত্যু শ্রীদেবীর : ময়না তদন্তে প্রকাশ

নৈরঞ্জনা  বন্দ্যোপাধ্যায়,দুবাই:

 

যে প্রশ্ন সারা ভারতকে তাড়া করে বেড়াচ্ছিল গত ৪৮ ঘন্টা ধরে তার উত্তর পাওয়া গেল পোস্ট মর্টম রিপোর্টে। দুর্ঘটনাবশতঃ জলে ডুবে গিয়েই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। বাথরুমে থাকাকালীন বেসামাল হয়ে বাথটবে পড়ে যান তিনি। সেখানেই ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। শ্রীদেবীর রক্তে অ্যালকহলের মাত্রাও পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে নেশাগ্রস্থ অবস্থায় বাথরুমে গিয়ে পা পিছলে যায় শ্রীদেবীর। টাল সামলাতে না পেরে বাথটবে পড়ে ডুবে যান তিনি।

ফলে মৃত্যু নিয়ে জল্পনা রয়েই যাচ্ছে। পড়ে গিয়ে কেন বাথটব থেকে ওঠার চেষ্টা করেননি শ্রী? পাশের ঘরে থাকা বনি কাপুর কেন পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাননি? এত নেশা কেন করেছিলেন স্বাস্থ্য সচেতন শ্রীদেবী? কোনওরকম হতাশা ছিল কি তাঁর? এদিকে, তাঁর দেহ নিয়ে ভারতে ফিরতে আরও চার-পাঁচ ঘন্টা দেরি হতে পারে। জানা যাচ্ছে শ্রীদেবীর মরদেহ এমবামিং বা সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে। সাধারনত দেহ সংরক্ষণ প্রক্রিয়ায় দেড় ঘন্টা সময় লাগে। তাঁর ডেথ সার্টিফিকেট পাওয়া গেলে ভারতীয় দূতাবাসের তরফে তাঁর পাসপোর্ট ক্যান্সেল করা হবে। এরপরই শ্রীদেবীকে বিমানবন্দরে নিয়ে আসা হবে। সেখানে গতকাল দুপুর থেকেই অপেক্ষায় রয়েছে অনিল অম্বানির পাঠানো প্রাইভেট জেট। তাতেই স্বামী ও ছোট মেয়ের সঙ্গে শেষবারের মতো দেশে ফিরবেন সকলের আদেরে ‘চাঁদনি’। এরপরই তাঁর দেহাবশেষ গ্রীন একার্সে নিয়ে আসা হবে। সেখান থেকেই শেষযাত্রায় যাবেন শ্রী।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *