নীল বণিক :
এক সময় রামকৃষ্ণ মিশনের সন্যাসী হতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। স্বামী আত্মস্থানন্দ মহারাজ তাঁকে বলেছিলেন, সন্যাস নয়, তাঁর জন্য অন্য কাজ পড়ে আছে।
এ হেন মোদির দলে প্রবেশের আগে, মঙ্গলবার, রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয়, বেলুড় মঠে ঘুরে গেলেন মুকুল রায়।
সুত্রের খবর, শুধুমাত্র বেলুড় মঠ যাওয়ার জন্যই তিনি নয়াদিল্লি থেকে দমদম উড়ে আসেন। মঠে ঘন্টা দু’য়েক কাটিয়ে আবার দিল্লির বিমান ধরেন। মঠে তাঁকে অভ্যর্থনা জানাতে মূল মঠের বাইরে বেরিয়ে আসেন চারজন সন্যাসী। তাঁকে মঠের ভেতরে নিয়ে যান। শ্রীরামকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম জানাবার পর মহারাজদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সিনিয়র কয়েকজন মহারাজের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করেন মুকুল।
মুকুলের পক্ষ থেকে জানান হয়েছে, তিনি পুজো দিতে এসেছিলেন। তবে দক্ষিণেশ্বর বা কালীঘাটের মত প্রথাগত পুজো দেওয়ার কোনও ব্যবস্থা বেলুড় মঠে নেই। তবে পরমহংসকে প্রণাম করতেই প্রতিদিন অজস্র মানুষ আসেন বেলুড়ে।
মুকুল রায়ের তরফে এদিনের মঠ যাত্রাকে যতই আধ্যাত্মিক ভাবে দেখানোর চেষ্টা করা হোক, তাঁর মত রাজনীতিকের যে কোনও পদক্ষেপকেই এখন রাজনীতির চশমা দিয়েই দেখছে রাজনৈতিক মহল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan