নিজস্ব সংবাদদাতা :
সিকিম গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে সোমবার শহরে ফিরল বাগান। তবে, কোচ সঞ্জয় সেন কবে থেকে প্র্যাকটিসে নামবেন? বাইপাস অস্ত্রপচারের পর এখন সুস্থই আছেন সঞ্জয়। আগামী ১৮ তারিখ ডাক্তারের কাছে পরীক্ষা করাতে যাবেন সঞ্জয়। চিকিৎসক কী বলে, তার উপর নির্ভর করছে সঞ্জয় আই লিগে কোচ থাকবে কী থাকবে না। তবে, বাগান কর্তারা আশা করছেন, সঞ্জয় ২০ তারিখ থেকে শুরু হওয়া অনুশীলনে থাকতে পারবেন।
সনি নর্ডি ২০ তারিখ শহরে আসছেন। কিন্তু সংশয় দানা বাধছে সঞ্জয়কে নিয়ে। ১৮ তারিখ ডাক্তার দেখানোর পর কর্তাদের ফোন করে বিস্তারিত জানাবেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan