ফিরহাদ ইসলাম :
সদ্য প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার আগেই আলিপুরদুয়ারে বিজেপির এক জেলা নেতার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি মুকুল রায়ের সঙ্গে কলকাতায় দেখা করেছেন আলিপুরদুয়ার জেলার দুজন বিজেপি নেতা। তাঁদের একজন সেই ছবি ফেসবুকেও পোস্ট করেছেন। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে। রাজনৈতিক মহলের মতে, মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দলীয় পদ সুরক্ষিত রাখতে আগে থেকেই মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুধু আলিপুরদুয়ার জেলাই নয়, এই তালিকায় রয়েছেন উত্তরবঙ্গের বিজেপি নেতাদের একাংশ। সূত্রের খবর, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে বিভিন্নভাবে মুকুল রায়ের কাছে দৌড় শুরু করে দিয়েছেন তাঁরা। নিজেকে মুকুল ঘনিষ্ঠ প্রমাণ করতে প্রকাশ্যে এবং গোপনে সব চেষ্টাই করে যাচ্ছেন তাঁরা। মুকুল রায় দলে এলে তাঁরা জেলা এবং রাজ্য রাজনীতিতে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন – এই ভয়ে আতঙ্কিত উত্তরের বেশ কিছু জেলা স্তরের বিজেপি নেতৃত্ব। তার জন্যই কেউ খোলাখুলি, আবার কেউ গোপনে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব এবং পদ বাঁচাবার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্রে খবর। আলিপুরদুয়ার জেলা বিজেপি-র অবস্থাটাও এই মুহূর্তে ঠিক তাই। সূত্রের খবর, বিজেপি-র আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা এবং কয়েকমাস আগে নিযুক্ত হওয়া দলের জেলা সম্পাদক দীপক শর্মা, দুজনে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন বলে খবর। কলকাতা থেকে ফিরে দীপকবাবু নিজের ফেসবুক অ্যাকাউন্টে মুকুল রায়ের সঙ্গে তাঁর ছবিও পোস্ট করেছেন। এই ঘটনায় দলীয় নেতা কর্মী তো বটেই, রাজনৈতিক মহলেও গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলছেন, সম্ভবত রাজ্য বিজেপি-র বড় কোনও দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়। আর সেটা আগেভাগেই অনুমান করতে পেরে নিজেকে মুকুল রায়ের লোক হিসেবে জাহির করতে উঠে পড়ে লেগেছেন তাঁরা। কলকাতায় গিয়ে মুকুল রায়ের সঙ্গে দেখা করা অন্তত তাই প্রমাণ করে! এছাড়াও উত্তরবঙ্গের বিজেপি-র অন্যান্য নেতাদের একটি অংশ গোপনে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে নির্ভযোগ্য সূত্রে খবর। এঁদের মধ্যে শিলিগুড়ির বিক্ষুব্ধ বিজেপি নেতা সঞ্জীব সিকদার, বিমল বণিক, হীরেন সরকারের নাম উঠে এসেছে। এই তালিকায় নাম রয়েছে বিজেপি-র উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন বোসেরও। তথ্যাভিজ্ঞ মহলের মতে, দেশের বিভিন্ন রাজ্যে ঝড়ের গতিতে বিজেপি-র উত্থান ঘটলেও এ রাজ্যে সেই কাজ ততটা সম্ভব নয়। তা ভালো ভাবেই জানেন বিজেপি-র কেন্দ্রীয় নেতারা। তাই এরাজ্যে তৃণমূল কংগ্রেসেকে ঠেকাতে মুকুল রায়কে সম্ভবত বড় কোনও দায়িত্ব দিতে চলেছে বিজেপি-র নেতৃত্ব। আর সেই বিষয়টি আঁচ করতে পেরেই আগেভাগে মুকুল রায়ের শরণাপন্ন হয়েছেন আলিপুরদুয়ার জেলা তথা উত্তরের বিজেপি নেতারা। ঘটনার গতি প্রকৃতি অন্তত তাই প্রমাণ করে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/10/28/amit-shah-mukul-roy-meeting/