দেবক বন্দ্যোপাধ্যায় :
অমিত শাহের সঙ্গে মুখোমুখি বৈঠক হল মুকুল রায়ের। প্রায় ঘন্টা তিনেকের বৈঠকে রাজ্যে বিজেপির বিস্তার কোন পদ্ধতিতে হবে সেই আলোচনাই হয়েছে। বৈঠকের পর নয়াদিল্লি থেকে মুকুল বলেন, “বৈঠক সফল হয়েছে। আগামী দু’তিন দিনের মধ্যেই সব কিছু নির্ণয় হয়ে যাবে।” মুকুল রায়কে দলে কি ভাবে কাজে লাগান হবে, প্রধানত সেই বিষয়েই এদিন আলোচনা হয়েছে বলে খবর। আলোচনার শেষে দু’পক্ষই খুশী। রাজ্যস্থান থেকে রাজ্যসভার সাংসদ ওম মাথুরের দিল্লির বাড়িতে দু’জনের বৈঠক হয়। প্রথমে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে আলাপচারিতা শুরু হওয়ার কিছুক্ষন পর বৈঠকে যোগ দেন অমিত শাহ।
মুকুলের বিজেপি যোগের আগে অমিত শাহের সঙ্গে এই বৈঠকটি অত্যন্ত জরুরী ছিল বলেই মনে করছে বিজেপি। গুজরাত নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার ফলে অমিত এতদিন সময় দিতে পারছিলেন না।
শেষ পর্যন্ত কালীপুজোর পর না হোক জগদ্ধাত্রী পুজোর পর মুকুলের হাতে উঠছে পদ্ম।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/10/28/bjp-leader-security-copy/