নিজস্ব সংবাদদাতা :
৬টি ম্যাচের সিরিজে পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ মুঠোয় করে ফেলেছে। শনিবার চতুর্থ ম্যাচ। একে তো ডিসাইডিং ম্যাচ তার ওপর এদিনের ম্যাচে দৃশ্যটা একটু আলাদা। কারন এদিন দক্ষিণ আফ্রিকা সেজে উঠেছে গোলাপি রং-এ। শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার ক্রিক্রেট টিম পড়েছে গোলাপি রঙ্গের জার্সি। কারন ১০ ফেব্রুয়ারি সেদেশে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। ক্রিকেটপ্রমীদের মতে গোলাপি রঙ্গের জার্সি দক্ষিণ আফ্রিকার জন্যে নাকি বড়ই শুভ। এই জার্সি পরে নাকি কোনো ম্যাচই হারেনি এই দল। তবে দেখার বিষয় একটাই এদিনের ম্যাচ শেষে ফলাফল কি দাঁড়াবে। ভারত কি পারবে এই অপরাজিত রেকর্ড ভাঙতে?
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan