নিজস্ব সংবাদদাতা :
প্রধানমন্ত্রীর প্যালেস্তাইন সফরকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন বিদেশ সচিব বিজয় গোখলে। এদিন ভারত ও প্যালেস্তাইনের মধ্যে ৬টি মউ সাক্ষর হয় বলেও জানা গিয়েছে। ফিলিস্তিনী রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস সেদেশে ভারতের প্রকল্পগুলির প্রসংশা করেন। তিনি জানিয়েছেন ভারতের সাহায্যে প্যালেস্তাইনে ১০০ শয্যার স্পেশালিটি হাসপাতাল বানানো হবে। এছাড়াও ভারত সে দেশের মহিলাদের স্বনির্ভর করে তুলতে একটি প্রশিক্ষণ কেন্দ্র বানাবে। এখানে প্যালেস্তাইনের বিভিন্ন প্রান্তের মহিলারা এসে কাজ শিখে স্বনির্ভর হতে পারবেন। পাশাপাশি প্যালেস্তাইনের উন্নয়নে ভারতের যোগদানের জন্য রাষ্ট্রপতি আব্বাস মোদিকে ‘দ্য গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্তাইন’ স্মারক প্রদান করেন। দু দেশের মধ্যে শান্ত রক্ষা সহ বেশ কয়েকটি বিষয়ে কথা হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী প্যালেস্তাইন সফর করলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan