শৌভিক সান্যাল :
আজ সকালে রহস্যজনকভাবে উদ্ধার হয় এক মহিলার মৃতদেহ। মহিলার নাম সীমা দাস (৩০)। ঘটনাটি ঘটেছে সোনাগাছির ৮ দুর্গাচরণ মিত্র স্ট্রিটে। স্থানীয় সূত্রের খবর, নিয়মিত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আসত ওই মহিলার বাড়ি। এমনকী গতকালও আসে ওই ব্যক্তি। প্রতিবেশীরা জানায়, গতকাল রাতে বচসার আওয়াজও পাওয়া গেছে ওই বাড়ি থেকে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির স্কেচ আঁকা হচ্ছে বলে জানায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে বটতলা থানার পুলিশ।
