নিজস্ব সংবাদদাতাঃ
বুধবার সন্ধেবেলা বেশ বাড়াবাড়ির পর, বৃহস্পতিবার তুলনামূলকভাবে ভালো আছেন সোমেন মিত্র। বুধবার পরিস্থিতি এমন হয়েছিল যে একসময় চিকিৎসকরা ভেন্টিলেশনে দেওয়ার কথাও ভেবেছিলেন। পরে অবশ্য অবস্থার কিছুটা উন্নতি হয়। চিকিৎসকেরা বলেন, রোগী চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন। তাঁর হরিহর আত্মা সুহৃদ বাদল ভট্টাচার্যকে দেখিয়ে চিকিৎসকরা জানতে চান, এঁকে চিনতে পারছেন? সোমেন মিত্র সম্মতিসূচক ঘাড় নেড়ে বলেন, আমার বেস্ট ফ্রেন্ড। সোমেন-পুত্র রোহন এদিন বলেন, “আমি জানি অগণিত মানুষ বাবাকে ভালবাসেন। তাঁদের কাছে প্রার্থনা, তাঁরা যেন বাবার জন্যে প্রার্থনা করেন।”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan