নীল বণিক:
শহীদ মিনারেও অমিত শাহের সভা নিয়ে সংশয়। ৯ এপ্রিল নেতাজি ইন্ডোর না পাওয়ায় শহীদ মিনারে বিজেপির সর্বভারতীয় সভাপতির সভা হবার কথা ছিল। কিন্তু শহীদ মিনারের জন্য সেনার কাছে আবেদন করতেই, জানা যায় ৯ এপ্রিল শহীদ মিনারের ময়দান পাওয়া সম্ভব নয়। কারন ওই দিন শিখ সম্প্রদায়ের একটি ধার্মিক অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে শহীদ মিনারে। তাই কোনও মতেই সেই দিন শহীদ মিনারের ময়দান পাওয়া সম্ভব নয় রাজ্য বিজেপির। তবে যত বাধাই থাক, নির্দিষ্ট দিনেই অমিত শাহের সভা করতে বদ্ধ পরিকর রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, মমতা বন্দোপাধ্যায়ের সরকার অমিত শাহের সভা ভণ্ডুল করার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেবে না। তারপরেও কলকাতার অন্য কোনও স্থানে অমিত শাহের সভা হবে বলে জানান দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan