চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
সঙ্গীত জগতের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। বলা চলে গানের জগতে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। বহু বছর ধরে ভক্তদের মনোরম সঙ্গীত উপহার দিয়েছেন তিনি। এবার উপহার পাওয়ার পালা তার ছোটো দেবযানের। কেনই বা পাবেন না বলুন, আজ যে তার জন্মদিন।
২০২৩ সালে ২২ মে শ্রেয়া ঘোষালের কোল আলো করে জন্ম নেয় তার পুত্র। তাই ছেলের বিশেষ দিনটিকে আরো চমৎকার করার জন্য, শ্রেয়া তাকে একটি কাস্টমাইজড গিফট হ্যাম্পার উপহার দেন এবং এটি খুব সুন্দর ছিল। যার ছবি গায়িকা তার সোশ্যাল সাইটে ভক্তদের সাথে ভাগ করে নেন।
ছবি পোস্ট করার সাথে সাথেই তার ছেলের জন্য আসে একাধিক শুভকামনা। বিপাশা বসু লেখেন ” Happy happy devyaan” অভিনেতা সামিরা রেড্ডি থেকে গায়ক হাষদীপ কর সকলেই দিয়েছেন অসংখ্য শুভেচ্ছা বার্তা।
২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে গাটছড়া বাধন গায়িকা। তার ৮ বছর পর তার কোল আলো করে আসে এই পুত্র সন্তান।