ওয়েব ডেস্ক:
শিলটন পাল আরও একবার সবুজমেরুন দুর্গ রক্ষা করার জন্য রয়ে গেলেন। শিলটন তৈরি ছিলেন কালোসাদা জার্সি পরার জন্য। কথাও হয়েছিল মহামেডান কর্তাদের সঙ্গে। কিন্তু দেবজিৎ বাগান ছাড়তেই শিলটনের সামনে বাগানে নিয়মিত খেলার সুযোগ এসে গেল। যা গতবার তিনি পাননি। তবে শেহনাজ সিং আইএসএল খেলার জন্য মুম্বই এফ সি-তে থেকে গেলেন। এবার আর তিনি সবুজমেরুন জার্সি গায়ে দিচ্ছেন না। ওদিকে ব্রান্ডন ফার্নান্ডেজ দুই প্রধানের সঙ্গে কথা বললেও লিথুয়ানিয়ার প্রথম ডিভিশনে খেলার জন্য বিদেশ যাত্রা করবেন।