প্রিয়াঙ্কা সাহা :
শাহরুখ খান ব্যস্ত ‘হ্যারি মেট সেজল’-এর ছবির প্রচারে। এই সময়টা ছেলে-মেয়েকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন গৌরী খান। সুহানা ও আবরামকে নিয়ে ক্যালিফোর্নিয়ার মালিবু সমুদ্রসৈকতে দেখা গেল কিং খানের পরিবারকে। পরিবারের সঙ্গে ক্যালিফোর্নিয়া গিয়েছিলেন শাহরুখও। কিন্তু ছবির প্রমোশানের জন্য দেশে ফিরতে হয়েছে। কিন্তু মেয়ে সুহানা ও ছোট ছেলে আবরামকে নিয়ে গৌরী এখনও সেখানেই রয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন গৌরী খান। ছবিতে ছোট আবরাম খেলছে আর বিকিনি পরে হট অবতারে ধরা পড়েছে মেয়ে সুহানা। শাহরুখ ও গৌরীর বড় ছেলে আরিয়ান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ছাত্র। পরিবারের সঙ্গে তিনিও ছিলেন কিছুদিন। সবমিলিয়ে ছুটির মেজাজে রয়েছেন কিং খানের পরিবার।
খবরের ভেতরেও থাকে খবর। সেই খবর সহজে পেতে ডাউনলোড করুন channelhindustan – এর ফ্রি অ্যাপ নিচের লিঙ্কে ক্লিক করে।
https://play.google.com/store/apps/details?id=mk.droid.channelhindustan
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন