দেবক বন্দ্যোপাধ্যায় :
শেষপর্যন্ত চ্যানেল হিন্দুস্তানের খবরই সত্যি হল। সনিয়া গান্ধীর অনুমোদনে এ রাজ্য থেকে প্রদীপ ভট্টাচার্য হচ্ছেন কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী। মীরা কুমার , মহম্মদ আজহারউদ্দিনের নাম দু’দিন ধরে রাজনীতির বাতাসে থাকলেও শেষপর্যন্ত প্রদীপের নামেই সিলমোহর বসালেন কংগ্রেস সভানেত্রী। কংগ্রেস যেহেতু একার শক্তিতে রাজ্যসভায় প্রতিনিধি পাঠাতে পারবে না এবং বামেরাও কংগ্রেসের হাত ছেড়ে দিয়েছে এমতাবস্থায় মমতার সমর্থন ব্যতীত রাজ্যসভায় প্রতিনিধি পাঠানো কংগ্রেসের সম্ভব ছিল না। মমতা প্রথমে মীরা কুমারের নাম বললেও পরে সোনিয়া এবং রাহুলের সঙ্গে কথা বলার পর নিজের অবস্থান বদল করেন। বলেন, ব্যক্তি নয় দল হিসাবে কংগ্রেসকেই সমর্থন দেবেন।
শেষপর্যন্ত প্রদীপ ভট্টাচার্যই রাজ্যসভায় আরও ছ’বছরের জন্য যাচ্ছেন বলে ধরে নেওয়া যায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-