Home / TRENDING / কিং খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশাল উপহার

কিং খানের জন্মদিনে ভক্তদের জন্য বিশাল উপহার

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স,

অবশেষে অপেক্ষার অবসান। জন্মদিনেই ‘ডাঙ্কি’র পয়লা ঝলক প্রকাশ্যে নিয়ে এলেন শাহরুখ খান। ৫৮ তে পা দিয়েই তিনি বুঝিয়ে দিলেন ‘পিকচার আভি বাকি হ্যায়”।  টিজারে  বাদশার বন্ধুর ভূমিকায় দেখা গেল ভিকি কৌশলকে এবং প্রেমিকার চরিত্রে ধরা দিলেন তাপসী পান্নুও।

কিং খানের তার সামাজিক মাধ্যমে জানান, “বন্ধুত্ব, ভালোবাসা, একে অপরের পাশে থাকা… সম্পর্কে জড়িয়ে থাকার নামই হল বাড়ি। এক হৃদয় ছুঁয়ে যাওয়া পরিচালকের ফ্রেমে হৃদয়গ্রাহী গল্প। আমি ভাগ্যবান যে, এই প্রজেক্টের সঙ্গে জুড়তে পেরেছি নিজেকে। আশা করি, আপনারাও আমাদের এই সফরে আমাদের পাশে থাকবেন।”
https://x.com/iamsrk/status/1719950938407137438?s=20

প্রসঙ্গত, সব গুঞ্জনে ইতি টেনে দিন কয়েক আগেই বড়দিনে ‘ডাঙ্কি’ মুক্তির খবরে সিলমোহর বসিয়েছেন শাহরুখ খান। জনপ্রিয় ফিল্ম সমালোচক তরণ আদর্শ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২২ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’। যে সময়ে মুক্তি পাচ্ছে প্রভাসের সালার ছবিটিও। অতঃপর আবার বক্স অফিসে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি বনাম বলিউডের লড়াই।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির আট মাস পর ‘জওয়ান’। শাহরুখ ঝড়ে বলিউডের বক্স অফিস বর্তমানে দারুণ চাঙ্গা। সঙ্গে শাহরুখভক্তরা তো কিং খানের নতুন অবতার দেখে হইচই ফেলে দিয়েছেন। এবার অপেক্ষা শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির। যেখানে ‘পাঠান’, ‘জওয়ানে’র লুক ছেড়ে ফের নতুন অবতারে ধরা দিলেন বাদশা। টিজারেই দেখা গেল বাদশার অন্যরকম লুক। যে অবতারে ৫৮ বছর বয়সকেও যেন তুড়ি মেরে ওড়ালেন কিং খান!

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *