নিজস্ব সংবাদদাতা :
মোহনবাগান যখন খেলছে, তখন সঞ্জয় সেন শহরের বাইরে। ক্লাবের হয়ে পিকনিকে গিয়েছিলেন। খেলা দেখতে পারেননি। তবে, তঁার পুরনো দল মোহনবাগান জিতেছে, খবরটা ঠিক রেখেছেন সদ্য পদত্যাগী কোচ সঞ্জয় সেন। ম্যাচের পর ফোনে সঞ্জয় বলেন, ‘শুনলাম টিম জিতেছে। আমি খুব খুশি। কারর জন্য কিছু আটকায় না। আমি তো আগেই বলেছিলাম, এই টিমের জেতার ক্ষমতা আছে। সেটাই হল।’ আরও বলেন, বাড়ি ফিরে ফোনে কোচ শঙ্করলাল চক্রবর্তীকে কনগ্রেচুলেট জানাবেন। ডিপান্ডা ডিকা তঁার স্ট্র্যাটেজি নিয়ে তোপ দেগেছেন। সঞ্জয় বলেন, ‘কেউ না থাকলে অনেক রকম কথা ওঠে। আমি থাকাকালীন টিম মিটিংয়ে ওর সমস্যার কথা বলেনি কেন?’ বোঝাই গেল, সঞ্জয় আছেন সঞ্জয়েই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan