ওয়েব ডেস্ক:
তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে সব্যসাচী দত্ত বললেন, ‘আমার সঙ্গে কারো কথা হয়নি।’ কার্যত গেরুয়া শিবিরের তাঁর যোগ দেওয়ার সম্ভবনার কথা ফুৎকারে উড়িয়ে দিলেন বিধাননগর পুরনিগমের মেয়র। এদিনের সাংবাদিক বৈঠকে চেনা মেজাজে বলেন, “দায়িত্বে যতদিন থাকব, পুরনিগমে আসব। তবে এখনই এবিষয়ে কিছু বলব না। আমার সঙ্গে কারোর কথা হয়নি।”
এদিকে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে সই করেছে ৩৫ কাউন্সিলর। এই প্রসঙ্গে সব্যসাচী বলেন, “পুর আইন অনুযায়ী অনাস্থা আনা যেতে পারে। এরপর ভোট হয়, সেটা সিক্রেট ব্যালটে ভোট হয়, সেখানেই দেখা যাক কী হয়!”
সাম্প্রতিকালে অতি বিতর্কীত তৃণমূল নেতা এদিন জানিয়ে দেন, হেরে গেলেও ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে। যিনি তাঁকে মীরজাফর আখ্যা দিয়েছেন গতকাল, সেই তাঁর সম্পর্কে সব্যসাচী বলেন, “ববিদা আমার দাদার মতন। আমার সঙ্গে ওঁর সম্পর্ক আগে যেমন ছিল, তেমনই থাকবে।”
এদিকে চেয়ারপার্সন আনাস্থা প্রস্তাবের চিঠি পাওয়ার পর ১৮ জুলাই ভোটের দিন ধার্য করেছেন। সেদিনই মেয়র সব্যসাচী দত্তের ভাগ্য নির্ধারিত হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news