নীল বণিক
বিজেপির রাজ্যসভার সদস্য তথা এরাজ্যের অন্যতম বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবারে কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা পাচ্ছেন। চ্যানেল হিন্দুস্থানকে একথা জানালেন স্বয়ং বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের দেওয়া নিরাপত্তা ব্যবস্থায় ভরসা নেই, তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিরাপত্তার ওপরই আস্থা রাখছেন। কেন্দ্রীয় সরকারের তরফে আপাতত বিজেপি নেত্রীকে ‘এক্স ক্যাটাগরি’ নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকছেন মোট আটজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তার মধ্যে ছয় জন থাকছেন কম্যান্ডো প্রশিক্ষণের জওয়ান। রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সবসময় থাকবে তিন জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আগামী মাস থেকেই রাজ্যসভার সাংসদ পাচ্ছেন ‘এক্স ক্যাটাগরি’ নিরপত্তা ব্যবস্থা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন