নীল বণিক
বন্যা কবলিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। দুই দিনাজপুর সহ মালদা কার্যত জলের তলায়। সরকারের তরফে ত্রাণ দেওয়া হলেও বেশিরভাগ জায়গাতেই ত্রাণ মিলছে না বলে অভিযোগ সাধারণ মানুষের। বন্যা কবলিত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবারে ত্রাণ দেওয়া হচ্ছে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ থেকে মোট ৬টি ত্রাণ দল মালদা সহ দুই দিনাজপুরের বন্যা কবলিত মানুষদের মধ্যে ত্রাণ বিলি করছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুরের বেশ কিছু জায়গায় সরকারি ত্রাণ পৌঁছায়নি। সেই সমস্ত এলাকাগুলিতে ত্রাণ বিলি করছে সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা। জল ডিঙ্গিয়ে বাড়িতে বাড়িতে ত্রাণ বিলির কাজ করছেন তাঁরা।
বন্যা কবলিত বেশ কিছু মানুষ আশ্রয় নিয়েছে গঙ্গারামপুরের জাতীয় সড়কের ওপর। সেখানেও ত্রাণ বিলি করা হচ্ছে। অপরদিকে, বন্যার কারণে বেশিরভাগ দূরপাল্লার ট্রেন বাতিল হয়ে যাওয়ায় মালদা স্টেশনে আটকে পড়েছে বহু যাত্রী। ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে আটকে পড়া যাত্রীদের দুবেলা রান্না করা খাবারও দেওয়া হচ্ছে। এছাড়াও উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ফুলবাগ, ইঁটাহার, চাঁচল সহ বেশ কিছু এলাকায় প্রতিদিন প্রায় ১৮ হাজার মানুষকে রান্না করা খাবার দেওয়া হচ্ছে। শুধুমাত্র রান্না করা খাওয়ার নয়, শুকনো খাওয়ার, শিশুদের জন্য খাওয়ার ও জিয়োলিনও দেওয়া হচ্ছে। ত্রাণ বিলির কাজে সাহায্য করছে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ, এমনই জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ মহারাজ। পাশাপাশি তিনি জানান, কলকাতা থেকে বন্যা কবলিত এলাকায় চিকিত্সকের দলও পাঠানো হচ্ছে। অপরদিকে, বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে এদিন সঙ্ঘের সন্নাস্যী স্বামী সত্যমিত্রানন্দের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন পিয়ারলেসের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন