Home / TRENDING / সিপিআই (এম) সাংসদ ঋতব্রত উধাও, চিন্তায় আলিমুদ্দিন

সিপিআই (এম) সাংসদ ঋতব্রত উধাও, চিন্তায় আলিমুদ্দিন

নিজস্ব প্রতিনিধি :

সিপিআই (এম) সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা উঠলে দলীয় তদন্ত কমিশন বসাতে বাধ্য হয়েছিল আলিমুদ্দিন। দলীয় কমিশনে তাঁর বিরুদ্ধে তদন্ত করার ভার দেওয়া হয়েছে মহম্মদ সেলিম, মদন ঘোষ এবং মৃদুল দে-র ওপর। এই তদন্ত কমিশন বসার পর থেকেই ঋতব্রত আর আলিমুদ্দিন্মুখী হননি বলে সূত্রের খবর। দলীয় তদন্ত কমিশনের দলে রিপোর্ট দাখিল করার কথা ২ অক্টোবর। যদি রিপোর্ট ঋতব্রতর বিরুদ্ধে যায় তাহলে সিপিএম-এর দলীয় ভাবমূর্তিতে বড়সড় ধাক্কা খাবে বলে মনে করছে সিপিএম-সহ রাজনৈতিক মহল।
সিপিএমের মধ্যেই কথা উঠতে পারে কেন অভিজ্ঞ নেতারা নতুন নেতা বাছতে ভুল করলেন! বিশেষ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর দায় চাপাবেন নিজের দলের কেউ কেউ, এমনটাই শোনা যাচ্ছে আলিমুদ্দিনে কান পাতলে। কেননা, ঋতব্রতকে রাজ্যসভায় পাঠানো নিয়ে সবচেয়ে বেশি সওয়াল নাকি করেছিলেন বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না। অনেকেই মুখিয়ে রয়েছেন রিপোর্ট প্রকাশের অপেক্ষায়। তদন্তের রিপোর্ট যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যায় তাহলে সিপিএমের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অনেকেই। শোনা যাচ্ছে, ড্যামেজ কন্ট্রোল কীভাবে করবেন তা নিয়েই বঙ্গীয় সিপিএম নেতারা চিন্তিত!

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *