ওয়েব ডেস্ক:
গতকালই সবুজমেরুন কর্তাদের সঙ্গে আলোচনায় বসে ছিলেন রাজু গায়কোয়াড়। আলোচনা ফলপ্রসূও হয়েছে। বাগান কর্তারা যে-টাকার অফার দিয়েছেন তাতে খুশি রাজু। তবে সইসাবুদ করেননি তিনি। পরে করবেন।
অন্যদিকে বলবন্তকে নিয়ে টানাপোড়ন চলেছে। ইস্টবেঙ্গল চুপিচুপি তাঁকে বিশাল অঙ্কের টাকার অফার করেছে। তাই বলবন্ত ভাবছেন কী করবেন! এই আকাশছোঁয়া দরে কিছুটা হলেও দু’বার ভাবছেন তিনি আইএসএল-এর ড্রাফটিংয়ে যাবেন, না মোহনবাগানে থেকে যাবেন, নাকি এ বছর লালহলুদ জার্সি পরবেন!