চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে রাজ্য পুলিশের তরফে প্রকাশিত করলো বিস্তারিত গাইডলাইন । কোন কোন কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন, তা ওই গাইডলাইনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবারই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়াররা করতে পারবেন না। একা ট্রাফিক নিয়ন্ত্রণ থাকতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা। পুলিশকে এই ব্যাপারে শুধুমাত্র সহায়তা করতে পারবেন তারা। বিভিন্ন জমায়েত বা উৎসবে ভিড় সামাল দিতে, সঙ্গে বেআইনি পার্কিং রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা।
উল্লেখ্য, সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি রাজাশেখর মান্থা সিভিক ভলান্টিয়ারের ভূমিকা নিয়ে রাজ্য সরকারের কাছে জানতে চান, তাতে বিস্তারিত গাইডলাইন তৈরির নির্দেশও দেন, সেই সমস্ত তথ্য আগামী ২৯ মার্চের মধ্যে কলকাতা হাই কোর্টে তা জমা দিতে বলা হয়েছে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য পুলিশ।