নিজস্ব প্রতিনিধি :
বলিউড হার্টথ্রব রণবীর সিং চুমু ছুড়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তামান্না ভাটিয়াকে। তামান্নাও চ্যালঞ্জ নিয়ে পেড়ে ফেলে চুমু খেয়েছিলেন রণবীর সিংকে! এমনটা ঘটে এক বিজ্ঞাপনের শুটিংয়ে। তেমনই মোবাইল ফোনের বিজ্ঞাপন করতে গিয়ে বিরাট কোহলির সঙ্গে আলাপ তামান্নার।
তামান্না ভাটিয়া তামিল, তেলুগু ছবি করে বেশ নাম করেছেন। ‘বাহুবলী-২’ করার পর আরও বেশি নাম ফেটেছে তাঁর। ২০০৫-এ ‘চাঁদ সা রোশন চেহেরা’ করে বলিউডে প্রবেশ। তবে তেমন বাজার করতে পারেননি এখানে। এই তামান্নাই ছিলেন বিরাটের প্রথম প্রেমিকা। বছরখানেক চুটিয়ে প্রেম করার পর প্রেমের বেলুন ফুস! বিরাটের চোখ পড়েছিল এক ব্রাজেলীয় মডেল-সুন্দরীর দিকে। তিনিও আউট। এখন ক্রিজে অনুষ্কা শর্মা। দু’জনের মধ্যে কী সম্পর্ক এ নিয়ে বিরাট-অনুষ্কার কেউ কোনওদিন মুখ খোলেননি। কিন্তু দু’জনকে সর্বত্রই দেখা যায়। সে শপিং মল থেকে শহরের নানা জায়গায়! দেখা যাক এই উইকেট কতদিন টেকে!
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন