ওয়েব ডেস্ক :
আমি আধ্যাত্মবাদও জানি মানে এই নয় যে আধুনিকতা জানি না। যোগগুরু রামদেব জানিয়েছেন এই কথা। পতঞ্জলির তেল, মশলা, শ্যাম্পু ইত্যাদি অনেকেই মজা করে পতঞ্জলি জামা-কাপড়ের ছবি দিয়ে মজা করেছিলেন ফেসবুকে।
এখন আর মজা নেই। সত্যি সত্যি রামদেব পতঞ্জলি ব্র্যান্ডের জামাকাপড় আনতে চলেছেন। পুরুষদের ডেনিম এবং মহিলাদের জন্য এথনিক পোশাক। একেবারে আধুনিক পোশাকআসাক। একেবারে আগমার্কা ভারতীয় হবে সেসব। বাজারে এল বলে। যোগগুরু রামদেব ইতিমধ্যেইই ফ্যাশন ডিজাইনার নিয়োগ করে কাজ শুরু করে দিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ, আফ্রিকাতেও পোশাকের কারখানা খোলার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news