নীল বণিক :
রামমন্দির নির্মান ও সামগ্রিকভাবে হিন্দুত্বের প্রচার করতে গঙ্গা সাগরে এসেছেন এক দল করসেবক। অযোধ্যা, অাগ্রা, হিমাচল থেকে বেশ কয়েকজন করসেবক রাজ্যে এসেছেন। বাবুঘাটে ঘাঁটি গেড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অাসা সাধুসন্তদের সঙ্গে কথা বলেছেন বিশ্বহিন্দু পরিষদের ছাতার তলায় থাকা করসেবকরা। রামমন্দির সহ হিন্দুত্বের বাণী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য তাঁরা গঙ্গা সাগরে অাগত সন্যাসীদের অনুরোধও জানিয়েছেন। এমনকি এই রাজ্যের সাধুসন্তদের সঙ্গে বিশেষ ভাবে কথা বলেছেন করসেবকরা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এ রাজ্যের সাধুসন্তদের মত নিয়েছেন করসেবকরা। তাঁরা প্রায় সাতদিন ধরে বাবুঘাট ও গঙ্গাসাগরে সক্রিয় ছিলেন। এমনকি তাঁরা রাজ্যে বসবাসকারি গো-বলয়ের ব্যাবসায়ীদের সঙ্গে হিন্দুত্ব ও রামমন্দির নিয়ে মত বিনিময় করেছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুনঃ- https://channelhindustan.com/2018/01/mamata-cbi-copy/