নীল বণিক :
আইনি বাধা কাটিয়ে ২০১৮ সালের শুরুতেই রামমন্দির তৈরির কাজ শুরু করতে চায় বিশ্বহিন্দু পরিষদ। এই লক্ষ্যে ডিসেম্বরে ওডিশাতে জাতীয় কর্মসমিতির বৈঠকে বসতে চলেছেন ভিএইচপির নেতারা। দেশের সব প্রান্ত থেকে তিনদিনের এই বৈঠকে প্রায় তিনহাজার করসেবক বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। এই রাজ্য থেকেও কর সেবকরা বৈঠকে থাকবেন। ২৩, ২৪, ২৫ ডিসেম্বর ভূবনেশ্বরে আলোচনা করে রামমন্দির তৈরিতে সিদ্ধান্ত নিতে চাইছেন প্রবীন তোগাড়িয়ারা। রামমন্দির তৈরির এটাই সঠিক সময় বলে মনে করছেন তাঁরা। তাই আর বিলম্ব না করে নিজেদের লক্ষ্যে কাজ শুরু করতে চান বিশ্বহিন্দু পরিষদের নেতারা। তার আগে অবশ্য দেশ জুড়ে প্রচার অভিযান শুরু করতে চান প্রবীন তোগাড়িয়ারা। সূত্রের খবর প্রচার অভিযান নিয়েও বৈঠকে আলোচনা হবে। তারপরেই নতুন বছরের শুরুতেই রামমন্দির নিয়ে ঝড় তুলবেন কর সেবকরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan