নীল বণিক :
পশ্চিমবঙ্গের ভূমি ব্যবহার করে বাংলাদেশের জঙ্গিরা পাড়ি দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।
শেষ দু’মাসে রাজ্যের তিন জেলা ব্যবহার করে প্রায় ১৫০ বাংলাদেশি আরব দুনিয়ার মাটিতে পা রেখেছে বলে জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার মাটি ব্যবহার করে বাংলাদেশি যুবকেরা জাল পাসপোর্ট বানিয়েছে। আরব দুনিয়ায় পা রেখেই তারা ধীরে ধীরে পাকিস্তান, আফগানিস্তান সহ সিরিয়ার মাটিতে পা রেখেছেন বলে নিশ্চিত এনআইয়ের গোয়েন্দারা। তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছে জঙ্গিদের জাল পাসপোর্ট বানানোর ব্যাপারে রাজ্যের কয়েকজন প্রশাসনিক কর্তা যুৃক্ত। তার পিছনে রয়েছে স্থানীয় দালাল চক্র। এরাই আবার স্থানীয় নেতাদের থেকে পরিচয়পত্র জোগাড় করে। কেন্দ্রীয় গোয়েন্দারা এখন পুরো চক্রের হদিস পেতে সবাইকে জেরা করবেন বলে সূত্রের খবর। তিন জেলার বেশ কয়েকজন প্রশাসনিক কর্তাদের নামের তালিকা তৈরি করেছে। তেমনি বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকেও জেরা করবেন বলে সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan