নিজস্ব সংবাদদাতা:
মমতার সুরে সুর মিলিয়েই লোকসভা নির্বাচনে সব বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়ার ডাক দিলেন এমএনএস প্রমুখ রাজ ঠাকরে। রবিবার মহারাষ্ট্রীয়দের নববর্ষ অনুষ্ঠান গুড়ি পাড়বা উপলক্ষে আয়োজিত এক সভায় ‘মোদি মুক্ত’ ভারতের ডাক দিলেন এমএনএস প্রমুখ রাজ ঠাকরে। শিবাজী পার্কের অনুষ্ঠানে রাজ বলেন, সব বিরোধী দলের একজোট হয়ে লড়া উচিত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan