নীল বণিক:
মূর্তি নষ্টের ঘটনা থামতেই চাইছে না। এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ফলকে কালি। রবিবার রাতে এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের ভিতর ‘ভারত কেশরীর’ নামের ফলকে কেউ বা কারা কালি লেপে দেয়। সোমবার সকালে রুটিনমাফিক বিশ্ববিদ্যালয়ে পরিস্কার করতে যান সাফাই কর্মীরা। তাঁরাই প্রথম দেখতে পান শ্যামাপ্রসাদ মুখার্জির নামের ফলকে কালি লেপে দেওয়া হয়েছে। এরপরই বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারীকদের খবর দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুশো বছর উপলক্ষে কৃতি প্রাক্তনীদের নামের ফলক লাগিয়েছিল।সেই তালিকায় শ্যামাপ্রসাদ মুখার্জির নামের ফলকও ছিল। গোটা ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘঝনার তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের কাছে রিপোর্ট পেশ করবে বলে জানান অনুরাধা লোহিয়া।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan