নিজস্ব প্রতিনিধি :
কংগ্রেস ছাড়লেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা শঙ্করসিন বাঘেলা। বাঘেলা তাঁর জন্মদিনে জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক শেষ। শোনা যাচ্ছে, তিনি নাকি নতুন দল গড়বেন। তা করলে আখেরে বিজেপির লাভ। শঙ্করসিন বাঘেলার সিদ্ধান্তে প্যাঁচে পড়েছেন কংগ্রেসের প্রথম সারির নেতা আহমেদ প্যাটেল। তাঁর রাজ্যসভায় আসবার কথা গুজরাত থেকেই। উনি এখন অন্যকোনও রাজ্য থেকে দাঁড়াবার কথা ভাবছেন। কেননা, বাঘেলার সঙ্গে কংগ্রেসের ছয় এনসিপি-র দুই বিধায়ক আছেন। এমনটাই সূত্রের খবর। এঁরা ভোট না দিলে আহমেদ প্যাটেলের পক্ষে জেতা অসম্ভব!
সঞ্জয় গান্ধীরর আমলে উল্কার বেগে উত্থান ছিন অম্বিকা সোনির। তাঁর সঙ্গেও মতবিরোধ রাহুল গান্ধীর। তাই শরীর খারাপের অজুহাত দেখিয়ে তিনি জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড আর হিমাচলের দায়িত্ব ছাড়ছেন।
শোনা যাচ্ছে, অনেক রাজ্যেই নাকি কংগ্রেসে অভ্যন্তরে এমন অবস্থা! আংশিক সময়ের রাজনীতিক রাহুল গান্ধীর কথা বহু প্রবীণ কংগ্রেস নেতা মানতে পারছেন না। তাঁরাও বসে যাওয়া কিংবা দল ছাড়ার কথা ভাবছেন। রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন সোনিয়া-পুত্র দেশটাকেই চেনেন না, এমন ধারণা প্রবীণ নেতাদের।
আরও পড়ুন :-
একুশের মঞ্চে দাঁড়িয়ে বেআইনী কথা মুখ্যমন্ত্রীর, তোপ অরুণাভর (দেখুন ভিডিয়ো)
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন