ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলের পছন্দ কাতসুমির দেশের ফুটবলার কিনাওয়াকিকে। এশিয়ান কোটায় আল আমনাকে নেওয়া হয়ে গেলেও কিনাওয়াকিকেও নেওয়া হতে পারে। মিডফিল্ডার কিনাওয়াকি আক্রমণাত্মক খেলতে ভালবাসেন। এমন একজনই খুঁজছেন লালহলুদ কোচ।
সামনের সপ্তাহেই লালহলুদ কোচ দুটো প্র্যাকটিস ম্যাচ খেলতে চাইছেন। হাতে আর সময় বেশি নেই। আই লিগের সঙ্গে কলকাতা লিগও লালহলুদের দখলে রাখতে চাইছেন খালিদ জামিল।