নিজস্ব সংবাদদাতা
হিন্দু নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় ট্যুইট করে কোবিন্দ জানান ” গুড়ি পাওড়া, চৈত্র শুক্লাদি, উগাড়ি, চেতি চাঁদ, নবরেহ এবং সাজিবু চেরাওবার শুভেচ্ছা জানাই সকলকে। এই উৎসবের মধ্যে দিয়ে দেশবাসীর মধ্যে সুখ, সম্মৃদ্ধি ও ভাতৃত্বের কামনা করি।”
এদিন প্রধানমন্ত্রী মোদিও ট্যুইটারে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। বিশেষ করে মণিপুরবাসীদের সাজিবু চেরাওবা’র শুভেচ্ছা জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan