মধুমন্তী
প্রাক্তন তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হয়রানির আভিযোগ করে এবার সরব কবি মন্দাক্রান্তা সেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্ট করে তিনি। এবার তাই নিয়ে চ্যানেল হিন্দুস্থানের সামনে মুখ খুললেন কবি মন্দাক্রান্তা সেন। এদিন মন্দাক্রান্তা জানান, “বাড়ি থেকে গ্রেফতার করে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওনাকে, এমনকী তিনটে জামিন অযোগ্য মামলায় দেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে। আমরা সেই খবর পেয়ে ওইদিন হাওড়া কোর্ট চত্ত্বরে যাই।”
পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্নসময় একাধিক প্রশ্ন বারবার সামনে আসছে। তাই নিয়ে ক্ষোভ ফেটে পড়েন মন্দাক্রান্তা। তিনি বলেন, “লক আপে ওনার সঙ্গে কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছিল না। মামলার সময় প্রতিমা দত্ত লক আপ থেকে নিজেই আসতে চাইছিলেন। কিন্তু তাঁর কথার কোনও আমল দেয়নি পুলিশ। উলটে যা দৃশ্য দেখলাম তা বীভৎস। অমানবিকভাবে ওনার শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে আসা হচ্ছিল আদালত চত্বরে। এলোমেলো হয়ে যাচ্ছিল পোশাক তবুও সেদিকে বিশেষ আমল দেয়নি পুলিশ। টানা হিঁচড়ের জন্য ওখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি, আমরা ঔষুধ দিতে চাইলেও পুলিশ বলে, ডাক্তার না আসলে ঔষুধ দেওয়া হবে না।” গোটা ঘটনায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করে মন্দাক্রান্তা এও জানান, “পুলিশ বারবার চাইছিল ওনাকে পুলিশ কাস্টোডিতে নেওয়ার, সেটা ওনার জন্য একটুও নিরাপদ ছিল না। তাই আমরা জুডিশিয়াল কাস্টোডির জন্য আবেদন করি এবং সেটা পাওয়া যায়। তবে বিনা কারণে আরও কতদিন ওনাকে জেল খাটতে হবে জানি না।”
তবে কেন হঠাৎ কেন এই গ্রেফতারি! সেই নিয়ে মন্দাক্রান্তা জানান, “আগামী ১৬ অগস্ট তপন দত্তের মামলা হাইকোর্টে উঠবে। সেখানে যাতে করে কোনওভাবেই প্রতিমা দত্ত উপস্থিত থাকতে না পারে তাই জন্য ঠিক তার আগেই ওনাকে গ্রেফতার করা হয়েছে। এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র পরিস্কার।”
“প্রতিমা দত্তের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে আজ বিকেলে রাণুছায়া মঞ্চে প্রতিবাদসভার আয়োজন করছে ‘আমরা আক্রান্ত’ ফোরাম। দলমত নির্বিশেষে মানুষ আসবেন সেখানে”, জানান মন্দাক্রান্তা।
পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন শেষ আবধি এই লড়াই চালিয়ে যাবে ‘আমরা আক্রান্ত’ ফোরামের তরফে বলা হয়েছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন