কমলেন্দু সরকার :
কিছুদিন আগে শোনা গিয়েছিল বাহুবলী প্রভাস হিন্দি শিখছেন। এই খবরে নাকি চিন্তিত হয়ে পড়েছিলেন বলিউড তারকারা। তাঁরা ভাবছিলেন এবার কী তাহলে বলিউডের দুর্গে হানা দেওয়ার কথা ভাবছেন প্রভাস! এমনকী করণ জোহরের মতো পরিচালকও ব্যস্ত হয়ে পড়েছিলেন প্রভাসকে নিয়ে ছবি করার জন্য। এ ছাড়াও আরও কেউ কেউ।
তবে মাঝখান থেকে টেক্কা মেরে বেরিয়ে গেলেন রোহিত শেঠি। রোহিত নাকি ইতিমধ্যেই প্রভাসের সঙ্গে কথা বলে নিয়েছেন। প্রভাসও নাকি রাজি। তবে এখনই নয়, হাতের কাজগুলো শেষ হলেই রোহিতের ছবি করবেন তিনি। এমনটাই জানা গেছে বলিউড সূত্রে। এমনকী পারিশ্রমিকের কথাও হয়েছে প্রভাস-রোহিতের। প্রভাস নাকি জানিয়েছেন ৮০ কোটি টাকা দিতে হবে ছবির জন্য!
৮০ কোটি টাকা চাইতেই পারেন প্রভাস। যে-হিরো হাজার কোটি টাকারও বেশি ছবিতে ব্যবসা দেন, তিনি কী এমন বেশি চেয়েছেন! জানা গেল, এমন ধারণা করেন বলিউডের অনেকেই। ভাইজান আর বাহুবলীর টক্কর দেখার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।