প্রসেনজিৎ ধর
ঠিক যেন বলিউড সিনেমার শুটিং চলছে। কেউ লুঙ্গি পরে আবার কেউ হাফপ্যান্ট পরে গুণ্ডার পিছনে ছুটছে। অশেষে খন্ডযুদ্ধ এবং দুষ্টের পতন। এভাবেই ঠিক ফিল্মি কায়দায় একদল তোলাবাজকে ধরল উত্তরপাড়া থানার পুলিশ। গত কয়েকদিন ধরে কোন্নগরের নবগ্রামে এক প্রোমোটারের থেকে তোলা আদায় করতে হুমকি দিচ্ছিল দুষ্কৃতিরা। টাকা না দিলে খুনেরও ভয় দেখায় তারা। এরপরই উত্তরপাড়া পুলিশের কাছে অভিযোগ করেনন এই প্রোমোটার। বৃহস্পতিবার সকাল থেকে রাজমিস্ত্রির বেশে ফাঁদ পেতে বস থাকে পুলিশ।
এরপর ৫ তোলাবাজ টাকা চাইতে এলে পুলিশ একজন দুষ্কৃতিকে ধরে ফেলে। বেগতিক দেখে পালাতে যায় অন্য দুষ্কৃতিরা। পুলিশও দৌড়ে আরও তিনজনকে গ্রেফতার করে। এক দুষ্কৃতি পালিয়ে যায়। এডিসিপি অতুল ভি জানিয়েছেন এদের থেকে দুটি রিভলভার,দু রাউন্ড গুলি,দুটি তাজা বোমা ও একটি ভোজালি উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan