নিজস্ব সংবাদদাতা
দেশজুড়ে মূর্তি ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী দফতরের তরফে জানানো হয়েছে দেশজুড়ে লেনিন, পেরিয়ার ও শ্যামাপ্রসাদের মূর্তি ক্ষতি করার ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে মোদির কথা হয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মোদি। এদিকে ত্রিপুরা, তামিল নাডু, পশ্চিমবঙ্গের ঘটনার পর সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক দেশে এধরনের অপ্রীতীকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan