প্রিয়াঙ্কা সাহা
পটলকুমার গানওয়ালা ধারাবাহিকটি অনেকরই মনমাতিয়ে রেখেছ এখনও। এই ধারাবাহিকের সব থেকে জনপ্রিয় চরিত্র ছিল ছোট্ট পটল। সকলের কাছে খুব প্রিয় হয়ে উঠেছে এই পটল। তবে তার আসল নাম হিয়া দত্ত। যে নামে খুব কম মানুষই চেনে তাকে। এই হিয়াই আসলে সকলের পছন্দের ছোট্ট পটল। ধারাবাহিকে নতুন মোড় আসায় ছোট্ট পটলকে এখন আর দেখা মেলে না। তবে তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণের। সকলেরই হয়ত জানতে ইচ্ছা করে তাহলে এই একরত্তি পটল এখন তবে কী করছে! সম্প্রতি ‘বর্ন ২ ডান্স’-এর রিয়েলিটি শো-এর সাংবাদিক সম্মেলনে চ্যানেল হিন্দুস্তানের ক্যামেরায় ধরা পড়ল পটল ওরফে হিয়া। কী বলল হিয়া দেখুন।
দেখুন ভিডিয়ো
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন