নীল বণিক
উত্তাল পাহাড়ের পরিস্থিতি। আজ, মঙ্গলবার, উত্তরকন্যাতে রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে সেই নিয়েই বৈঠক সারলেন তিনি। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য, এডিজি উত্তরবঙ্গ , সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ সামিম সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন বৈঠকের শুরুতেই দায়িত্বে থাকা তিন আইপিএস কর্তাদের কাছ থেকে বর্তমান পাহাড়ের পরিস্থিতি নিয়ে বিশদে জানতে চান মুখ্যমন্ত্রী। নেপাল এবং সিকিম থেকে গোর্খা নেতারা কীভাবে সাহায্য পাচ্ছেন তাও পুলিশ কর্তাদের কাছে জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে পুলিশ কর্তাদের ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে গোয়েন্দা বিভাগকে আরও সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে পাহাড়ের আন্দোলন যাতে কোন মতেই সমতলে আসতে না পারে তার জন্যও এডিজি উত্তরবঙ্গকে সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। যদিও সমতলে অশান্তি রুখতে পুলিশের পাশাপাশি নিজের দলের নেতাদেরও বার্তা দেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক ভাবে সমতলে গুরুঙ্গদের মোকাবিলা করার কথাও বলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ও সৌরভ চক্রবর্তীকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সমতলে গোর্খা আন্দোলন রুখতে রাজনৈতিক ভাবে তৎপর থাকতে হবে সকলকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন