নীল বণিক :
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোতেই জেলার জয়জয়কার। জেলার স্কুলগুলির দাপটে কলকাতার নামী স্কুলগুলি একেবারে কুপকাত। শহরের নামী স্কুলগুলির এই ফলাফলে চিন্তিত রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই কলকাতার স্কুলগুলিকে নিয়ে বৈঠকে বসব। তাদের কাছ থেকে আগে শুনি কোথায় তাদের ঘাটতি। কলকাতার স্কুলগুলির অভাব অভিযোগ থাকলে তাও পূরণ করবার চেষ্টা করবে সরকার। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে কঠোর বার্তা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকার অভাবে কোনও মেধা যাতে হারিয়ে না যায় তাও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে দেখতে হবে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়।
কী বললেন শিক্ষামন্ত্রী দেখুন সঙ্গের ভিডিয়ো।