নিজস্ব সংবাদদাতা:
অতিরিক্ত ফি বৃদ্ধি, ডেভলপমেন্ট ফিসের নামে অতিরিক্ত টাকা নেওয়া এবং এনসিআরটি’র বইয়ের পরিবর্তে বাইরের বই বাধ্যতামূলক করার প্রতিবাদে হিন্দমোটর এইচ এম এডুকেশন সেন্টার স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। কোনও পরিকাঠামোর উন্নতি নেই অথচ বছর বছর ফি বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।
বাইরের বই ভাল বলে এনসিআরটির বদলে সেই দামি বই সাজেস্ট করা হয়েছে। স্কুলের প্রিন্সিপালের দাবি, আগামী শিক্ষা বর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণী চালু হবে তাই নতুন ল্যাব ও পরিকাঠামোর উন্নয়ন
প্রয়োজন। সেজন্যই অভিভাবকদের জানিয়েই ফি বাড়ানো হয়েছে। এদিকে সমস্যার সমাধান না হলে বিক্ষোভে বসার হুমকি দিয়েছেন অভিভাবকেরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan