নীল বণিক
অন্ধ্রপ্রদেশের উপর ভরসা করে কাল হলো রাজ্যের। কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। ডিম প্রতি সাত থেকে সাড়ে সাত টাকা পর্যন্ত দামে বাজারে বিকোচ্ছে ডিম। প্রতিদিন আমাদের রাজ্যে ডিমের প্রয়োজন হয় ২.৫ কোটি। কিন্তু আমাদের রাজ্যে প্রতিদিন ডিমের উৎপাদন হয় ৭৫ লক্ষ। ঘাটতি ডিম আসে অন্ধ্রপ্রদেশ থেকে। দক্ষিণের এই রাজ্যের ডিম ব্যবসায়ীরা ডিমের দাম বৃদ্ধি করায় রাজ্যেও তার প্রভাব পড়ছে। ডিমের দাম মধ্যবিত্তের নাগালে আনার ব্যাবস্থা নিয়েছে নবান্ন। রাজ্যের সুফল বাংলা থেকে ডিম প্রতি ৬ টাকা দরে ডিম মিলবে বলে জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ। তবে কতদিন সুফল বাংলাতে রাজ্য সরকার লোকসান করে ডিম বিক্রি করবে তার কোনও সদুত্তর দিতে পারেননি মন্ত্রী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan