মধুকল্পিতা চৌধুরী 
বৃষ্টি কমলেও এখনও পর্যন্ত বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এখনও জলের তলায়। রেল ও সড়কপথ থেকেও এখনও পর্যন্ত জল না নামায় আপাতাত উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন।উত্তরবঙ্গগামী বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গ থেকেও কলকাতা, হাওড়া বা শিয়ালদায় কোনও ট্রেন চলাচল করছে না। অপরদিকে নয়া বিপত্তি বিহারের কিষাণগঞ্জ এলাকায়। কিষাণগঞ্জ স্টেশনের কাছে জলের তোড়ে ভেঙে পড়ে সুধানী ব্রিজ। যার জেরে কলকাতা-এনজিপি রেল যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ল। সূত্রের খবর, ব্রিজ সারাতে বেশ কিছুদিন সময় লাগবে। যার ফলে উত্তরবঙ্গ যাওয়ার রেলপথের রাস্তা কবে খুলবে সে বিষয়ে সন্দিহান মানুষ। অপরদিকে, মালদা ও দুই দিনাজপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়। উত্তর দিনাজপুরের ডালখোলায় জাতীয় সড়কের ওপর সেতু ভেঙে পড়ায় নতুন করে বিপত্তি ঘটে। যার ফলে শিলিগুড়ি ও কলকাতার মধ্যে সড়ক পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডালখোলার পূর্ণিয়া মোড়ের কাছে আটকে পড়েছে বহু পণ্যবাহী গাড়ি। শুধু তাই নয়, কুলিক নদীর বাঁধ ভেঙে পড়ায় নতুন করে প্লাবিত হয় বেশ কয়েকটি এলাকা। মালদা ও দক্ষিণ দিনাজপুরের জলস্তর ধীরে ধীরে বেড়ে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। মালদার বেশ কয়েকটি ওয়ার্ড এখনও জলমগ্ন। মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু গ্রামে নতুন করে জল ঢুকতে শুরু করায় বিপত্তি আরও বেড়েই চলেছে। অপরদিকে, ফারাক্কা ব্যারজের বেশ কয়েকটি লক গেট থেকে মঙ্গলবার জল ছাড়া হয়। যার ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় এলাকাবাসীরা।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news