ওয়েব ডেস্ক :
স্বামী আত্মস্থানন্দজির প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আজ নতুন অধ্যক্ষ পদ গ্রহন করলেন স্বামী স্মরানন্দ মহারাজ। গত ১৮ বছর ধরে তিনি আশ্রম সামলাচ্ছেন। রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ১৯৫২ সালে মাত্র ২২ বছর বয়সে মুম্বইয়ের রামকৃষ্ণ মিশনের শাখার সঙ্গে যুক্ত হন তিনি। ১৯৬০ সালে সন্ন্যাসধর্ম গ্রহন করেন তিনি। এরপর সেখানেই কাটান ২০ টা বছর।
১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্মরানন্দ মহারাজ। ছোট থেকেই রামকৃষ্ণ এবং বিবেকানন্দ দ্বারা আকৃষ্ট হন স্বামীজি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-
https://channelhindustan.com/paresh-pal-clash-with-rohit-sharma/